শাখাওয়াত বাশার

শাখাওয়াত বাশার

নামঃ এ, বি,এম শাখাওয়াত হোসেন বাশার।
পিতাঃ মরহুম শাহাদত হোসেন। মাতাঃ মোছাঃ সাজেদা বেগম। জন্মঃ ৩১/১২/১৯৭৯ রোজ শুক্রবার এশার নামাজের পরে মাতুলালয় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা সদর থানা পাড়ায় নানা মরহুম জামাল শেখের গৃহে। দাদা এবং পিতার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে। পিতা মরহুম শাহাদত হোসেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ থেকে উচ্চ মাধ‍্যমিক (বিজ্ঞান) পাশ করে প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক ছিলেন। পিতার মৃত‍্যুর পরে ছোট চাচা প্রফেসর এস, এম একরামুল হক্, সাবেক বানেশ্বর সরকারী কলেজের প্রিন্সিপালের তত্বাবধানে শিক্ষা জীবন পরিচালিত হয়। ভাইবোনঃ এক ভাই এক বোন।
লেখকের একমাত্র বোন মোছাঃ সেলিনা পারভীন স্বামী আবু বাক্কার সিদ্দিক পলাশের সঙ্গে ইতালীয় নাগরিক। লেখকের শিক্ষা জীবনঃ
এস, এস, সিঃ পুঠিয়া পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ‍্যালয় থেকে মাধ‍্যমিক (বিজ্ঞান) পাশ। এইচ, এস, সিঃ পুঠিয়া লস্করপুর ডিগ্রী মহাবিদ‍্যা নিকেতন থেকে উচ্চ মাধ‍্যমিক (বিজ্ঞান) পাশ। বি,এস,এসঃ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ থেকে বি, এস, এস পাশ।
প্রিভিয়াস এবং মাস্টার্সঃ নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রিভিয়াস এবং মাস্টার্স পাশ।
পিএইচডিঃ ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্ডা জেলার তালওয়ান্দি সাবোতে অবস্থিত গুরুকাশী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পিএইচডি স্কলার ফেলো হিসাবে গবেষণায় সম্পৃক্ত।
গবেষণার টপিকঃ ঐশ্বরিক প্রতিধ্বনি; কবি কাজী নজরুল ইসলামের কবিতায় আধ‍্যাত্মিকতার অনুসন্ধান।
Echoes Of The Divine ; Exploring The Spritual Depths In Kazi Nazrul Islam's Poetry.
মানিকগঞ্জের শায়খ ডক্টর মনযুরুল ইসলাম ছিদ্দিকী সাহেবের নির্দেশনায় নিজ গ্রামে " ছিদ্দিকীয়া নূরানী মাদ্রাসা " নামক একটি কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা অব‍্যাহত রয়েছে। নূরানী বিভাগ পঞ্চম শ্রেণি পর্যন্ত চট্টগ্রামের হাটহাজারি নূরানী শিক্ষা বোর্ড কর্তৃক নিবন্ধন প্রাপ্ত।
পাশেই একটি হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণকাজ চলছে ইনশাআল্লাহ।

শাখাওয়াত বাশার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon